প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে দেশের মানুষ। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেনা। করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অপরাধ সংঘটনের সুযোগ খুঁজছে একদল দুষ্কৃতকারী।
শনিবার পুলিশ সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা এআইজি সোহেল রানা এ তথ্য জানান।
তিনি বলেন, এ অবস্থায় সন্মানিত নাগরিকদেরকে আহবান জানানো যাচ্ছে, আপনারা কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তার বা তাদের কার্যক্রমের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে তাকে বা তাদেরকে আপনাদের বাড়িতে প্রবেশ করতে দেবেন না। এ বিষয়ে সন্দেহ হলে, নিকটস্থ থানাকে অথবা ৯৯৯ এ ফোন করে নিশ্চিত হোন।
তিনি আশ্বাস দিয়ে উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। একইসঙ্গে এ ধরনের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে বাংলাদেশ পুলিশ।
সময়/দেশ/আইন