প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবে স্থবির করে
দিয়েছে জনজীবন। দিন দিন করোনা আক্রান্ত রোগীর সাথে দীর্ঘ হচ্ছে মৃতের
তালিকা। বেড়েছে সাধারণ ছুটি। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে কর্মহীন মানুষের
খাবারের জন্য আহাজারি।
কঠিন এ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে।
মাধ্যমিকের
গন্ডি পেরিয়ে সবেমাত্র উচ্চ মাধ্যমিকে পা রেখেছে এক ঝাঁক তরুণ শিক্ষার্থী।
তবে দেশের এই ক্রান্তিলগ্নে থেমে নেই তারা। নিজেদের ‘হাত খরচের’ টাকা
বাঁচিয়ে করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য নজির সৃষ্টি
করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৯
সালের এসএসসি পাস করা শিক্ষার্থীরা।
শুক্রবার ও শনিবার উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
'মানুষ
মানুষের জন্য, একা হলে হারি, এক হলে পারি।' এই শ্লোগানে মানুষের এই
ক্রান্তিলগ্নে প্রথম পর্যায়ে অর্ধশত অসহায় পরিবারের মধ্যে উপহার হিসেকে এসব
খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এসব কিশোররা নিজেরা চাল, ডাল, তেল, লবন, আলু, পেয়াজ ও সাবান কিনে প্যাকেট করে অটোভ্যান যোগে নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দেয়।
২০১৯
ব্যাচের সম্পদ সাহা, বাসুদেব কুন্ডু জয়, হাসিব আল মামুন, সৈয়দ রিয়াদ,
অর্নব, সৈয়দ আবদুল্লাহ, মিলি, লিয়া, খাদিজা, উর্মী, তন্নি'র সমন্বিত
উদ্যোগে এ কাজে সহায়তা করে ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা।
এ
বিষয়ে শিক্ষার্থী সম্পদ সাহা জানান, ' দেশের এই
দুর্যোগপূর্ণ সময়ে আমাদের কিছু একটা করা উচিৎ, এই ভাবনা থেকেই আমরা এসএসসি-
২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা এ উদ্যোগ গ্রহণ করি। আমরা প্রথম পর্যায়ে অর্ধশত
পরিবারের মাঝে এ উপহার পৌঁছিয়ে দিয়েছি। আগামী সপ্তাহে আমরা আরো অর্ধশত
পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী পৌঁছিয়ে দিবো।'