ফরিদপুর সিএন্ডবি ঘাট এলাকার ১৮৮ জন যৌনকর্মীকে খাদ্য সহায়তা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১৯, ২০২০

ফরিদপুর সিএন্ডবি ঘাট এলাকার ১৮৮ জন যৌনকর্মীকে খাদ্য সহায়তা প্রদান

সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :

ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট লকডাউনরত যৌনপল্লীর ১৮৮জন যৌনকর্মীর এক সপ্তাহের খাদ্য সমাগ্রী প্রদান করলেন আমেরিকার দুই নাগরিক জ্যাকোব বারলিন ও জয়া।

রবিবার সকালে যৌন কর্মীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আমেরিকার দুই নাগরিক জ্যাকোব বারলিন ও জয়ার বাংলাদেশের বন্ধু সমাজ সেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ।

এসময় উপস্থিত ছিলেন সিএন্ডবি ঘাট আমরা দেশ গড়ি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলম শেখ, স্বেচ্ছাসেবী কামরুজ্জামান সুমন ও এ এস এম আব্বাস রেন্টু।

খাদ্য সামগ্রী হিসেবে ৮ কেজি  চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি আলু, ২কেজি পেয়াজ, ১ লিটার তৈল, ১ হালি ডিম ও একটি সাবান।

সমাজ সেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ বলেন, গত মাসে ফরিদপুরের প্রশাসন করোনা ভাইরাসের কারনে শহরের রথখোলা ও সিএন্ডবি ঘাটের  দুটি যৌন পল্লী লকডাউন ঘোষনা করেন। লকডাউনের কারনে এই যৌনকর্মীরা বেকার হয়ে পরে। তিনি বলেন আমি এই যৌন কর্মীদের  মানবিক সহায়তার জন্য আমার আমেরিকার দুই বন্ধুর নিকট বলি।  তারা আমার আহবানে  সিএন্ডবি ঘাটের ১৮৮ জন যৌন কর্মীর  জন্য মানবিক সহয়তার জন্য আমাকে দায়িত্ব দেন। সে মোতাবেক আজ তাদের এই সহায়তা দেওয়া হলো।  

Post Top Ad

Responsive Ads Here