চট্টগ্রামে ট্রাক লুট করল গার্মেন্টস শ্রমিকরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ১৮, ২০২০

চট্টগ্রামে ট্রাক লুট করল গার্মেন্টস শ্রমিকরা


চট্টগ্রামে বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে সড়কে নামা শ্রমিকরা লুট করেছে ট্রাক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকার সেন্টমার্টিন হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে সকাল থেকে আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ করতে থাকেন কয়েক শ' শ্রমিক। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া একটি ট্রাক থেকে কয়েক বস্তা চাল ও কয়েক কার্টন ফল নিচে নামিয়ে চলে যান তারা। এ অবস্থায় ট্রাকের চালকও তাদের কাছে অসহায় হয়ে পড়েন। 

ডবলমুরিং থানার ওসি সদীপ দাশ বলেন, বেতন-ভাতার দাবিতে শতাধিক শ্রমিক রাস্তায় অবস্থান নেয়। পরে মালিক পক্ষের সঙ্গে বসে কথা বলি। তারা আগামী ২৮ এপ্রিল ভেতন-ভাতা প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। 

গাড়ির মালামাল লুটের ব্যাপারে জানতে চাইলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দীক বলেন, ফ্রাংক গ্রুপের একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ত্রাণের দাবিতে আগ্রাবাদ এলাকার সেন্টমার্টিন হোটেলের সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



সময়/দেশ/রাজ

Post Top Ad

Responsive Ads Here