সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাসের কারণে ঘরবন্দী নিম্ন আয়ের মানুষের জন্য এক টাকা কেজিতে শাকসবজি বিক্রি করেছেন তরুণ ব্যবসায়ী আবুল বাশার। ব্যতিক্রম এ উদ্যোগে প্রশংসিত হচ্ছেন তিনি।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাহিরপুরের বাদাঘাট বাজার-মিয়ারচর সড়কে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ২শ’ জন নিম্নবিত্ত ক্রেতার কাছে ৫শ’ কেজি করে পুঁইশাক, করলা, কাঁচামরিচ, টমেটো, বেগুন, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি করেছেন তিনি। সবগুলো পণ্য প্রতি কেজি এক টাকায় বিক্রি করেছেন এ ব্যবসায়ী।
এর আগে বাদাঘাটের কর্মহীন, দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, সাবান, মাস্কসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছেন ব্যবসায়ী আবুল বাশার।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে নিম্নবিত্ত অনেক মানুষ কর্মহীন হয়ে ঘরে বসে আছেন। বর্তমান পরিস্থিতিতে এসব মানুষের পাশে দাঁড়াতেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। সবারই সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত।
সময়/জেলা/রাজ