মার্চের বেতন পায়নি ১১০ পোশাক কারখানার শ্রমিক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

মার্চের বেতন পায়নি ১১০ পোশাক কারখানার শ্রমিক


বিজিএমইএ সদস্যভুক্ত সর্বমোট ২ হাজার ২৭৪ তৈরি পোশাক শিল্প-কারখানার রয়েছে। এর মধ্যে গত মার্চ মাসে শ্রমিকদের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১৬৪টি প্রতিষ্ঠান। এখনও বকেয়া রয়েছে ১১০টি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন।


মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ থেকে জানানো হয়েছে, বিজিএমইএর কারখানায় কর্মরত ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ২৩ লাখ ৯৪ হাজার ৫০০ জন মার্চ মাসের বেতন পেয়েছেন। এ হিসাবে এখনও মার্চ মাসের বেতন পাননি ৭৭ হাজার ৯১৭ গার্মেন্টস শ্রমিক।

সংগঠনটি জানিয়েছে, বিজিএমইএর সদস্য দুই হাজার ২৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ১৬৪টি প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। অর্থাৎ ৯৫ দশমিক ১৬ শতাংশ প্রতিষ্ঠান শ্রমিকদের মার্চের বেতন পরিশোধ করেছে। বাকি ৪ দশমিক ৮৪ শতাংশ প্রতিষ্ঠানের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে।



সময়/দেশ/অর্থনীতি

Post Top Ad

Responsive Ads Here