ফরিদপুর প্রশাসনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে চলছে হতদরিদ্রের খাদ্য সহায়তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০২, ২০২০

ফরিদপুর প্রশাসনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে চলছে হতদরিদ্রের খাদ্য সহায়তা

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে জেলা প্রশাসনের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও চলছে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।  


বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুরের মানবতার ফেরিয়ালা হিসেবে পরিচিত কবি আলীম আল রাজী আজাদ। খাদ্য সহায়তা হিসেবে চাল, আটা, ডাউল, আলু, তেল, পিয়াজ, নুডল্স, সাবান ও মাস্কসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়। কবি আজাদ একই সাথে শহরের অসহায় মানুষের প্রতিদিনের একবার করে খাবার বিতরণ করে আসছেন গত পাচঁ মাস যাবত। 


এদিকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ মোঃ আব্দুর রহমানের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর স্কুল মাঠে আশেপাশের এলাকার চার’শ মানুষকে খাদ্য সহায়তা হিসেবে আটা, ডাউল ও আলুসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়।

অপরদিকে “আমরা করবো জয়” এর আহমেদ সৌরভের পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন জায়গায় ঘুড়ে ঘুড়ে হত দরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনিয় দ্রব্য বিতরণ করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here