ফরিদপুরে উৎস’র ঈদ উপহার পেল একশত বেঁদে পরিবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ২৩, ২০২০

ফরিদপুরে উৎস’র ঈদ উপহার পেল একশত বেঁদে পরিবার

ফরিদপুর প্রতিনিধি ।।

শতাধিক বেঁদে পরিবার সহ বেশ কিছু অসহায় পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ফরিদপুরের স্বেচ্ছাসেবী সমাজ কল্যান  সংগঠন উৎস বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। 

তারণ্যদিপ্ত উৎসের মানবিক টিম শুক্রবার (২২  মে )  শতাধিকের অধিক পরিবার কে ঈদ উপহার বিতরন করেছে  

উৎস পরিবারের পক্ষ থেকে সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুড়ে ঘুড়ে শহরতলীর  মুন্সির বাজার সংলগ্ন ভাসমান বেঁদে পল্লীতে ৪২ টি বেঁদে পরিবার, শিবরামপুর সাপুড়ে পল্লিতে ৩৪ টি সাপুড়ে পরিবার ,বাহিরদিয়া ব্রিজের নিচে বেঁদে পল্লীতে ১৩ টি বেঁদে পরিবার , বাখুন্ডা ব্রিজের নিচে বেঁদে পল্লীতে ১০ টি বেঁদে পরিবারকে কে উপহার সামগ্রী বিতরন করা হয় 

এছাড়াও আরও বিভিন্ন অসহায় পরিবারকে কে উপহার সামগ্রী বিতরন করা হয়  ঈদ উপহার সামগ্রীর  ছিল  চাউল - কেজি, ডাল- কেজি , তেল- ৫০০ গ্রাম,  লবন - কেজি,   সেমাই - প্যাকেট,  চিনি - কেজি , দুধ - প্যাকেট  

বেঁদে পল্লী ও অসহায় মানুষের মাঝে এ সব উপহার বিতরন এর সময়  উৎস - ফরিদপুর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি  দিদারুল ইসলাম, সংগঠন এর প্রচার সম্পাদক  সাইমুন ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক  আহসান লিমন,দপ্তর সম্পাদক  সাব্বির হোসেন   সদস্য আরফিন আরাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

Post Top Ad

Responsive Ads Here