ফরিদপুরে হতদরিদ্রদের পাশে দাড়ালো নিউ জার্সি প্রবাসী বাংলাদেশীরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মে ১৭, ২০২০

ফরিদপুরে হতদরিদ্রদের পাশে দাড়ালো নিউ জার্সি প্রবাসী বাংলাদেশীরা

ফরিদপুর প্রতিনিধি :

আমেরিকার নিউ জার্সিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইসি অফ নিউ জার্সি (বিএসএনজে) ফরিদপুরের কর্মহীন হয়ে পড়া শতাধিক হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে। 

 

রোববার সকাল ১০টার দিকে শহরের ঝিলটুলীতে অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাদের পক্ষে এসব খাদ্য সামগ্রী তুলে দেন বিএসএনজে’র স্থানীয় সমন্বয়কারী কাজী মামুনুর রশীদ ও সৈয়দ জাহিদ হোসেন। এসময় অন্যদের মধ্যে ছিলেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদিন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, ফরিদপুর জেল শিল্পকলা একাডেমির প্রশিক্ষক কামরুল হাসান জুয়েল প্রমূখ।  

 

প্রত্যেককে এসময় ৭ কেজি করে চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও  ১ কেজি লবন দেয়া হয়।

 

কাজী মামুনুর রশীদ বলেন, কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারগুলোর প্রতি মানবিক দ্বায়িত্ববোধ হতে নিউ জার্সির প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহায়তায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হলো। ইতিপূর্বেও তারা বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনা করেছেন।


Post Top Ad

Responsive Ads Here