খোলাচোখ পত্রিকার আয়োজনে এতিমদের মাঝে নগদ অর্থ ও ইফতার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১৬, ২০২০

খোলাচোখ পত্রিকার আয়োজনে এতিমদের মাঝে নগদ অর্থ ও ইফতার বিতরণ

 শফিকুল খান জনিঃ নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ 

ফরিদপুরের নগরকান্দা থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা দৈনিক খোলাচোখ এর আয়োজনে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে নগদ অর্থ ও ইফতার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে করোনা থেকে মুক্তির জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়। খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ এর সার্বিক ব্যাবস্থাপনায় পত্রিকার কার্যালয়ে শুক্রবার সরকারী নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল,সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মাদ সোহেল রানা, ওসি (তদন্ত) মোঃ মিরাজ হোসেন, সংসদ উপনেতার একান্ত ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আজাদ হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহান আনিস, সহ- সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক শফিকুল খান জনি সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু এতিমদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন । 

\দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ বলেন, তার পরিবার ও খোলাচোখ পত্রিকা প্রতিনিয়তই অত্র এলাকার অসহায় দুস্থদের পাশে থাকে। দেশের এই ক্রান্তিকালে তাদের সাধ্যানুযায়ী অসহায়দের কল্যাণে সর্বদা সচেষ্ট রয়েছে। গত ৪ মে পৌর এলাকার ৩ শত দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এতিমদের মাঝে নগদ অর্থ ও ইফতার বিতরণ করা হয় এবং ইফতার পরবর্তী দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মহামারী করোনা ভাইরাসের কারণে সকল নিয়ম কানুন মেনে স্বল্প পরিসরে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর এসব সামাজিক কর্মমকান্ড খোলাচোখ পরিবারের চলমান প্রক্রিয়া ।

Post Top Ad

Responsive Ads Here