চরভদ্রাসনে বিদ্যুৎ ষ্পষ্টে একজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ১৬, ২০২০

চরভদ্রাসনে বিদ্যুৎ ষ্পষ্টে একজনের মৃত্যু


লিয়াকত আলী (লাভলু)চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের সুলতানপুর দোপা ডাঙ্গী গ্রামের মৃত সেক মনসুরের ছেলে সেক মনিরুজ্জামান ওরফে মনি মাতুব্বর (৫০) গত শুক্রবার সন্ধা ৬ টায় বিদ্যুৎ স্পষ্টে মৃত্যু হয়েছে। উক্ত গ্রামের নির্মানাধীন মসজিদে মোটর দিয়ে পানি সরবরাহ করতে গিয়ে বৈদ্যতিক তার ষ্পষ্টে তার মৃত্যু হয়।

উক্ত ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী জানান, ঘটনার দিন বিকেলে নিহতের বাড়ীর পাশে নির্মানাধীন মসজিদের ইট গাঁথনীতে মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎ চলে যায় কিন্ত বৈদ্যতিক তার লাইনে সংযোগ ছিল। কিছুক্ষন পর অসাবধানতা বশত মোটরের তার গুছাতে থাকেন মনি মাতুব্বর। এ সময় হঠাৎ লাইন চালু হলে বিদ্য্যুৎ স্পষ্টে তার মৃত্যু হয়। এলাকাবাসী দ্রæত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
                   

Post Top Ad

Responsive Ads Here