মেহের আমজাদ,মেহেরপুরঃ
মেহেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ঝূকিপূর্ণ অতি দরিদ্র ১০টি পরিবারের মাঝে গাড়ল প্রজাতির ভেড়া বিতরণ করা হয়েছে। গত সোমবার(২২-০৬-২০) দুপুরে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ মিলানয়তনে পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভেড়া বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, মেয়েদের ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই বিয়ে দিয়ে দিচ্ছেন কিছু অভিভাবকেরা। জরিপে দেখা গেছে মেয়েদের মধ্যে বাল্যবিবাহের অস্বাভাবিক উচ্চ হার খুঁজে পাওয়া গেছে। এভাবে কম বয়সে বিয়ের কারণে মেয়েদের ওপর এর প্রভাব মারাত্মক হতে পারে এবং তা দীর্ঘস্থায়ী হতে পারে। তিনি আরও বলেন, বাল্যবিবাহের ফলে মেয়েদের পড়ালেখার মান কমে যেতে পারে। তাদের আয় রোজগার কমে যেতে পারে এবং তারা ব্যাপক হারে পারিবারিক সহিংসতার শিকার হতে পারে। এ ছাড়া গর্ভকালীন জটিলতা থেকে তারা মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে, যা মাতৃ ও শিশুমৃত্যুর হার বাড়িয়ে দেবে। সেই জন্য আমরা ইউনিয়ন পরিষদ থেকে একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছি। এধরনের উদ্যোগ চলমান থাকবে। এসময় সচিব এরশাদ আলী,ইউপি সদস্য ওহীদুর রহমান ডাবলু,আরজান আলী,আনোয়ারুল ইসলাম,আশাদুল হক,হিমাদুল ইসলামসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
24-06-2020(AT)