মেহের আমজাদ,মেহেরপুর ঃ
মেহেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম পর্যায়ে ৮১ হাজার মাস্ক সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাস্ক বিতরণের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ ঘোষণাা দেন। সেই সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক আতাউল গনি সাংবাদিকদের হাতে মাস্ক তুলে দিয়ে মাস্ক বিরতনের শুভ সূচনা করেন। এ সময় ভিডিও কনফারেন্সে একযোগে সংযুক্ত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমী থেকে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং মেহেরপুর ও মুজিবনগর ৯টি ইউনিয়নের জন প্রতিনিধিরা। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু,ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন,কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আমঝুপি ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোকন প্রমুখ। বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি। অদৃশ্য শত্রু করেনা ভাইরাস মোকাবেলায় আমাদের নিজেদের সচেতন হওয়ার বিকল্প নেই। তাই আমরা উদ্যোগ নিয়েছি মেহেরপুরে প্রথম পর্যায়ে ৮১ হাজার মাস্ক বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে তৃনমূল পর্যায়ের মানুষের মাঝে এই মাস্ক তুলে দেওয়া হবে। সর্বপরি আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, করোনা মোকাবেলায় আমাদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিজেরাই নিশ্চিত করবো। অর্থনৈতিক প্রতিবন্ধকতা যাতে তৈরি না হয় সেজন্য আমাদের এই আতঙ্কের মধ্যেই সকল কাজকর্ম চালিয়ে যেতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটু,সাধারণ সম্পাদক রফিকুল আলম,বর্তমান সাধারণ সম্পাদক আলামিন হাসেন,জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম সহ মেহেরপুরের স্থানীয় সাংবাদিকবৃন্দ।
24-06-2020(AT)