মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাস ভবন চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক। এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম,সাধারণ সম্পাদক এম. এ খালেক,যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,সদস্য শামীম আরা হিরা, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, আমদহ ইউনিয়ন আওয়ামীলীগের এ্যাডঃ সভাপতি কাজী শহীদুল হক, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুলল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শামিউন বাসিরা পলি, সাধারণ সম্পাদক রুত সোভা মন্ডল,সাংগঠনিক সম্পাদিকা তাসলিমা সাদিক, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ । এদিকে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একইস্থানে মেহেরপুর জেলা যুব মহিলা লীগ,জেলা ছাত্রলীগ পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।
24-06-2020(AT)