এবার পৌর মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৪, ২০২০

এবার পৌর মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত


 

সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরে মঙ্গলবার নতুন করে ১০১ জন নোভেল করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ফরিদপুর পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু ও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধাসহ ৫৫ জন সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু ঝিলটুলি তার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। 


এদিকে করোনা রোগি বেড়ে যাওয়ায় ভাঙ্গা উপজেলাকে রেড জোন ও সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে। এছাড়া ফরিদপুর পৌর শহরের বেশ কিছু এলাকাকে রেড জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে শত চেষ্টা করেও থামানো যাচ্ছে না সাধারন মানুষের চলাচল ফরিদপুরে। 


মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের দেয়া তথ্যে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলায় ৫৫ জন, ভাঙ্গা ২৫ জন, নগরকান্দায় ১২ জন, সালথা একজন, মধুখালীতে একজন ও বোয়ালমারী উপজেলায় সাতজন আক্রান্ত হয়েছেন।


জেলায় এ নিয়ে মোট ১৪৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৮ জন। মারা গেছেন জেলায় ২০ জন।

Post Top Ad

Responsive Ads Here