ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে রেড জোন ঘোষনা করে সাধারন ছুটি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২৩, ২০২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে রেড জোন ঘোষনা করে সাধারন ছুটি


 

ফরিদপুর প্রতিনিধি :
সংক্রামক রোগ করোনা ভাইরাস এর উচ্চ ঝুকিঁ তৈরি হওয়ায় সোমবার জনপ্রশাসন মন্ত্রনালয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে রেড জোন ও সাধারন ছুটি ঘোষনা করে এক প্রজ্ঞাপন জারী করেছে। এতে বলা হয় ভাঙ্গা উপজেলায় ২৩ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত থাকবে এ সাধারন ছুটি। এ উপজেলায় রেড জোন গত ১৬ জুন থেকে কার্যকর হলেও সাধারন ছুটি এই উপজেলায় আজ থেকে কার্যক্রর হবে যা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। 


ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, জেলায় করোনা ভাইরাস এর সংক্রমন বেড়ে যাওয়ায় জেলার অধিক সংক্রমন এলাকা গুলোকে রেড জোন, দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন এলাকাকে ইয়োলো জোন ও কম সংক্রমন এলাকাকে গ্রীন জোনে ভাগ করা হয়েছে এবং সামনেও হবে। এর ভিতর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও ফরিদপুর শহরের পৌরসভার অধিক সংক্রমন এলাকা গুলোকে রেড জোন ঘোষনা করা হয়েছে। এগুলো হলো কালীবাড়ি, কুটিবাড়ী, সাহাপাড়া, শোভারামপুর, গোপালদী, ওয়্যারলেস পাড়া, গৃহলক্ষীপুর, পুর্বখাবাসপুর, কাপুড়া (পৌরসভার ১, ৯, ১১, ১২, ১৪, ১৫, ১৭, ২০ ও ২৪ নং ওয়ার্ড। 


রেড জোন এলাকায় শুধুমাত্র ওষুধসহ জরুরি বিষয় ছাড়া আর সব দোকান বন্ধ থাকবে। সড়কেও লোক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অকারনে কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না। তিনি বলেন আইন মানতে প্রস্তুত থাকবে একাধিক ভ্রাম্যমাণ আদালত। 


ফরিদপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩৭৭ জন আর কোভিট-১৯ জনিত কারনে মৃত্যুর সংখ্যা ২০জন। শনাক্ত ও মৃত্যুহার বেড়ে যাওয়া ও পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা কম থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাগেছে।

Post Top Ad

Responsive Ads Here