বোয়ালমারীতে মিল শ্রমিককে ধর্ষণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২১, ২০২০

বোয়ালমারীতে মিল শ্রমিককে ধর্ষণের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামের এক কিশোরী (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে ৪জনের নামে রবিবার (২১.০৬.২০) দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই কিশোরী ডোবরা পারটেক্রা জুটমিলে কাজ করে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ১২জুন বেলা ১১টার দিকে ওই কিশোরী ডোবরা এক আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে ডোবরা ফাকা জায়গায় পৌছালে কেন্দ্র ডোবরা গ্রামের জিহাদ শেখ (২২), রিয়াজুল শেখ (২৪), শহিদুল (২০) ও সাব্বির ((১৮) তাকে ঝাপটে ধরে পাশের পাট ক্ষেতে নিয়ে জামা কাপুর খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার শোরচিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় মাতুব্বররা শালিস মিমাংসা করে দেবে বলে আশ্বাস দেন। শালিস মিমাংসা না হওয়ায় রবিবার দুপুরে ওই কিশোরী নিজে বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।


থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ধর্ষণের চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন অপরাধীই ছাড় পাবে না। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। 

Post Top Ad

Responsive Ads Here