মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর ভৈরব নদীতে ডুবে রুহুল (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত রুহুল মেহেরপুর শহরের বেড়পাড়ার মুনছুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর প্রান্ত থেকে ভৈরব নদীতে সাঁতার কেটে রুহুলসহ আরও দুইজন শহরের শেখপাড়ার দিকে আসছিল। একসাথে সাঁতার কেটে অন্য দুইজন পার হতে পারলেও রুহুল পারেনি। নদীর ঠিক মাঝখানে কচুরিপানায় আটকে গেলে মাঝখান থেকে চিৎকার শুরু করে। চিৎকার শুনে এ সময় আশপাশের লোকজন নৌকাযোগে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সে ডুবে প্রাণ হারায়। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।