ইরানে মাস্ক না পরলে রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবেন নাগরিকরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ০৬, ২০২০

ইরানে মাস্ক না পরলে রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবেন নাগরিকরা



সময় সংবাদ ডেস্ক//
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ঘোষণা দিয়েছেন, মাস্ক না পরলে রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হবেন নাগরিকরা। সেই সঙ্গে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যর্থ হলে এক সপ্তাহের জন্য সেটি বন্ধ করে দেয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

হাসান রুহানি আরও বলেন, যারা করোনায় আক্রান্ত হয়েছেন, অন্যদের সে ব্যাপারে অবগত করার ধর্মীয় দায়িত্ব রয়েছে তাদের। নিজের আক্রান্ত হওয়ার তথ্য গোপন রাখাটা অন্যদের মানবাধিকারের লঙ্ঘন।

এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লকডাউন শিথিল করার পর ইরানের ৫ প্রদেশের বিভিন্ন শহরে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এমন পরিস্থিতিতে রবিবার থেকে এসব শহরে কঠোর বিধিনিষেধের পাশাপাশি উন্মুক্ত স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে জনসাধারণের জন্য।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জন করেনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৫৭১ জন।

Post Top Ad

Responsive Ads Here