মেহেরপুরে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ ৩ জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৫, ২০২০

মেহেরপুরে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ ৩ জন আটক


মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি সহ ৩ জুয়াড়ী আটক হয়েছে। গত শুক্রবার দিবাগত (০৩-০৭-২০) রাতে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মাদ্রাসা পাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,মোহাম্মদ মল্লিক (৪০) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া চেয়ারম্যান পাড়া গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে, মন্টু মিয়া (৩৫) মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাউট গ্রামের গোলাম রসুলের ছেলে এবং মজনু মিয়া(৫৫) একই উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের তফিজ উদ্দিনের ছেলে। মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াাভাঙ্গা মাদ্রাসা পাড়ায় মেহগনি বাগানের মধ্যে অভিযান চালায়।এ সময় জুয়া খেলারত অবস্থায় তিনজনকে আটক করা হয়। সেই সাথে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৬শ ৬০ টাকা উদ্ধার করা হয়। এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় প্রকাশ্য জুয়া খেলায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন এর ৪ ধারায় গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here