মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ শামীম খাঁ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজালাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে মেহেরপুর শহরের স্টডিয়াম পাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শামীম খাঁ শহরের স্টেডিয়াম পাড়ার আব্দুল রহমান খাঁ এর ছেলে। মেহেরপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা শহরের স্টেডিয়াম পাড়ায় অভিযান চালিয়ে শামীম খাঁ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।