ফরিদপুরে হত্যা মামলায় বরকত ও রুবেলের পাচঁ দিনের রিমান্ড মঞ্জুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৫, ২০২০

ফরিদপুরে হত্যা মামলায় বরকত ও রুবেলের পাচঁ দিনের রিমান্ড মঞ্জুর

 
 

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুর শহরের বাইপাস এলাকায় ট্রিপল হত্যা মামলায় দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলের পাচঁ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 


রবিবার দুপুরে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারক মোহাম্মদ ফারুক হোসাইন হত্যা মামলায় রিমান্ড আবেদন শুনানী শেষে দুই ভাইকে পাচঁ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এরআগে বিভিন্ন মামলায় তাদের দুজনের ২২ দিন রিমান্ড শেষে তারা জেল হাজতে ছিলেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে অতরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, ২০১৫ সালে গনপটিুনীতে ট্রিপল হত্যা কান্ডের ঘটনা ঘটে।  সেই মামলায় তাদের দুই ভাইকে আদালতে নেয়া হলে ৫দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।


এদিকে সিআইডির আনুসন্ধানে বিদেশে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিআইডির ঢাকা মেট্টো পশ্চিম বিভাগের পুশিল পরিদর্শক এসএম মিরাজ আল মাহমুদ ডিএমপির কাফরুল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন/২০১২(সংশোধনী/২০১৫) এর ৪(২) ধারায় মামলা দায়ের করে। 


প্রসঙ্গত গত ১৬ মে রাতে জেলা আ.লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে  দুই দফা হামলার ঘটনা ঘটে। সুবল সাহার বাড়ি শহরের গোয়ালচামট মহল্লার মোল্লা বাড়ি সড়কে অবস্থিত। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর গ্রেফতার অভিযান শুরু হয়। এতে ৭ জুন রাতে দুই ভাই সহ আটক হয় নয়জন। এরপর বরকতের সবেচেয়ে কাছের সেকেন্ড ইন কমান্ড এসও মনির ও রুবেলের ব্যবসায়ীক পাটনার সুমন সাহা সহ কয়েকজন আটক করে।

Post Top Ad

Responsive Ads Here