গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৯২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৫, ২০২০

গাজীপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৯২



সময় সংবাদ ডেস্ক//
গাজীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৭১৩ জনে। রবিবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৯২ জনের মধ্যে গাজীপুর সদরে ৩৩ জন, কালিয়াকৈরে ১৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৩ জন, কাপাসিয়া উপজেলায় ১১ জন এবং শ্রীপুর উপজেলায় ৩০ জন।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে দুই হাজার ২০০ জন, কালিয়াকৈর উপজেলায় ৪৪৮ জন, কালীগঞ্জ উপজেলায় ৩৪৩ জন, কাপাসিয়া উপজেলায় ২৫৯ জন এবং শ্রীপুর উপজেলায় ৪৬৩ জনের করোনা পজিটিভ হয়েছে।

সূত্র আরও জানায়, এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৫ জন। এছাড়া সর্বশেষ ২৫ হাজার ৮৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পাঠানো হয়েছে ২৪১ জনের।


Post Top Ad

Responsive Ads Here