বোয়ালমারী থানার ৯ পুলিশ সদস্য করোনা মুক্ত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৫, ২০২০

বোয়ালমারী থানার ৯ পুলিশ সদস্য করোনা মুক্ত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা



বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : 

ফরিদপুরের বোয়ালমারী থানার ৯ পুলিশ সদস্য করোনাকে জয়ী করে সুস্থ্য হওয়ায় রবিবার (০৫.০৭.২০) তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রবিবার দুপুরে থানা চত্বরে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান। করোনা বিজয়ীরা হলেন, ৩ জন এসআই, ১জন এএসআই, ৫জন কনেস্টবল। তারা রবিবার থেকে কাজে যোগদান করেন বলে থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান। তিনি আরও জানান, এ পর্যন্ত বোয়ালমারী থানায় মোট ১৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন সুস্থ্ হয়েছেন বাকিরাও ভালো আছে।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, থানার ১৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আমি সার্বক্ষনিক তাদের সাথে যোগাযোগ রেখেছি। ১৯ জনের মধ্যে ৯জন সুস্থ হওয়ায় তাদের করোনা মুক্ত ঘোষনা করা হয়েছে। আক্রান্ত বাকিরা এখন পর্যন্ত ভালো  আছে।

Post Top Ad

Responsive Ads Here