২৮ চিকিৎসককে বদলি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৭, ২০২০

২৮ চিকিৎসককে বদলি


সময় সংবাদ ডেস্ক//
সহকারী সার্জন (মেডিকেল অফিসার) পদের ২৮ চিকিৎসককে বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলি ও পদায়ন করা চিকিৎসকরা কেউ স্বাস্থ্য অধিদফতরে আবার কেউবা বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন।


২৮ জন চিকিৎসকের মধ্যে ৮ জনকে স্বাস্থ্য অফিস ঢাকা বিমানবন্দরে ও ২১ জনকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে বদলি ও পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ প্রসঙ্গে বলেন, এ বদলি কোনো দুর্নীতি অনিয়মের কারণে নয়। এটি রুটিন বদলি। বসুন্ধরা কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা কম হওয়ায় সেখানে ডাক্তারদের কাজ ছিল না, সেজন্য তাদের বদলি করে অন্যত্র দেয়া হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here