নেত্রকোনায় নিখোঁজ হওয়া ২ জনের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৫, ২০২০

নেত্রকোনায় নিখোঁজ হওয়া ২ জনের লাশ উদ্ধার


সময় সংবাদ ডেস্ক//
নেত্রকোনার মদনে গতকাল শনিবার (৪ জুলাই) সন্ধ্যা থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া দুইজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। 

ময়মনসিংহের ডুবিুরি দল কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে আজ রবিবার দুপুরে শিশু অন্তু ও ট্রলার চালক আমিনুরের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। 

নিখোঁজদের মধ্যে আজ রবিবার সকালে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর কালিবাড়ি নামক স্থানে মগড়া নদীর ব্রিজে ধাক্কা খেয়ে পড়ে যান বলগেট (বালু তোলার ইঞ্জিন চালিত নৌকা) চালক আমিনুর (২৮)। তিনি মদন পৌরসদরের মনোহরপু গ্রামের মৃত শফর উদ্দিনের ছেলে। 

বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় নৌকা নিয়ে বালু তুলতে যাচ্ছিলেন। অসাবধানতা বশত নতুন নির্মিত নিচু ব্রিজে ধাক্কা লেগে পানিতে পড়ে নিখোঁজ হন।

অন্যদিকে, গতকাল শনিবার সন্ধ্যায় পরিবারের সাথে ট্রলার দিয়ে ঘুরতে বের হয়ে একই উপজেলার মাঘানের ধলাই নদীতে ছিটকে পড়ে ৫ বছরের শিশু অন্তু নিখোঁজ হয়। শিশুটির দাদার নিজের ট্রলার থাকায় তার পরিবারের সাথে সেও নৌকায় চরে হাওর দেখতে যায়। ফেরার পথে বাড়ির অদূরেই হঠাৎ ধলাই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

Post Top Ad

Responsive Ads Here