চলে গেলেন দেশের গৌরব ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন খুরশীদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Friday, July 03, 2020

চলে গেলেন দেশের গৌরব ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন খুরশীদ



ফরিদপুর:
চলে যাবো প্রকৃতির নিয়মে/এখনই যেতে চাই না আমি/স্বদেশের মায়ার আঁচল জুড়িয়ে/আমার সারা গায়ে জয় বাংলা লিখে দাও তোমরা/জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা আমার সারা আত্মায় ছড়িয়ে দাও........। দেশ ও জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) এজিএম খুরশীদ (৮০) চলে গেলেন না ফেরার দেশে। মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বের সংগ্রাম আর আগরতলা ষড়যন্ত্র মামলার ১৮তম অভিযুক্ত আসামী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে অভিযুক্ত হয়েছিলেন। সেই বীর সন্তান বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫.৪৫ মিনিটের দিকে ঢাকা মহাখালী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ............. রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ সন্তান ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ও ফরিদপুরের বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার জুম্মার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ মীরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার বাদ জহুর ফরিদপুর শহরের দক্ষিণ কালীবাড়ী কলেজ রোডস্থ বাসভবনে মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হবে।

No comments: