মেহেরপুরের গোভীপুরে সিগারেটের বিজ্ঞাপন,লিফলেট ও ভেজাল পেপসি জব্দ করে ধ্বংস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১৩, ২০২০

মেহেরপুরের গোভীপুরে সিগারেটের বিজ্ঞাপন,লিফলেট ও ভেজাল পেপসি জব্দ করে ধ্বংস


মেহের আমজাদ,মেহেরপুর ঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অভিযান চালিয়ে সোহাগ ষ্টোর, বাবু স্টোর ও মিজান স্টোর থেকে সিগারেটের প্রচার, বিজ্ঞাপন ও লিফলেট জব্দ এবং ভেজাল পেপসি ধ্বংস করা হয়েছে। গতকাল রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চলাকালে সোহাগ ষ্টোর, বাবু স্টোর ও মিজান স্টোর থেকে সিগারেটের প্রচার,বিজ্ঞাপন ও লিফলেট জব্দ এবং ভেজাল পেপসি উদ্ধার করে সেগুলো ধ্বংস করা হয়।

Post Top Ad

Responsive Ads Here