আত্মহত্যার প্ররোচনায় রিয়ার বিরুদ্ধে মামলা করলেন সুশান্তের বাবা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৯, ২০২০

আত্মহত্যার প্ররোচনায় রিয়ার বিরুদ্ধে মামলা করলেন সুশান্তের বাবা


সময় সংবাদ ডেস্ক//
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় এবার বড় খবর প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে থানায় মামলা করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ এবং ৩০৬ ধারায় পাটনার রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে এই মামলা করা হয়।

জানা গেছে, ভালবাসার নাম করে সুশান্তের কাছ থেকে অর্থ আদায় করতেন রিয়া। এমনই অভিযোগ দায়ের করা হয়েছে প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবীর বিরুদ্ধে। পাশাপাশি সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে রিয়ার বিরুদ্ধে। 

সুশান্তের বাবা কে কে সিংয়ের শারীরিক অবস্থা বর্তমানে ভাল নয়। সেই কারণে তিনি মুম্বাইতে গিয়ে লড়াই করতে পারবেন না। ফলে পাটনাতেই অভিযোগ দায়ের করা হয়েছে। শিগগিরই বিহার পুলিশের তরফে রিয়াকে জিজ্ঞসাবাদের জন্য মুম্বাইতে ডাকা হবে।

এদিকে সুশান্তের মৃত্যুর একমাস পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রথম স্টেটাস শেয়ার করেন রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে সুশান্তের আত্মহত্যার ঘটনার তদন্তে সিবিআই তদন্তের অনুমতি দেন, সে বিষয়ে আবেদন জানান অভিনেত্রী। তবে রিয়া কেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই আবেদন করেন, তা নিয়ে সমালোচনার মুখে পড়েন সুশান্তের বিশেষ বান্ধবী।


Post Top Ad

Responsive Ads Here