কাউখালীতে বিদ্যুতস্পৃষ্টে অশীতিপর বৃদ্ধের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০৪, ২০২০

কাউখালীতে বিদ্যুতস্পৃষ্টে অশীতিপর বৃদ্ধের মৃত্যু



কাউখালীত প্রতিনিধি, পিরোজপুর//
পিরোজপুরের কাউখালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রশীদ তালুকদার (৮২) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাসেরকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত অশীতিপর বৃদ্ধ রশীদ তালুকদার স্থানীয় দাসেরকাঠি গ্রামের মেসের আলী তালুকদার এর ছেলে। সে চার সন্তানের জনক। এ ঘটনায় চলতি সপ্তাহে কাউখালীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিন বৃদ্ধের অপমৃত্যু ঘটে।
  
হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, আজ শুক্রবার সকালে বৃদ্ধ রশীদ তালুকদার বসতঘরের পাশের ঝোঁপঝাড় পরিস্কার করছিলেন। এসময় তিনি বাঁশ ঝাঁড়ের  বাঁশ কাটছিলেন। কাটা বাঁশের মাথা পার্শ্ববর্তী পল্লীবিদুতের ৩৩ হাজার কেভি লাইনের ওপর পড়ে । এতে ওই বৃদ্ধ বিদ্যুত স্পৃষ্ট হন। প্রতিবেশী ও পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বুধবার উপজেলার কাঁঠালিয়া গ্রামে আজহার আলী ও তার স্ত্রী রেনু বেগম বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত হন। এ নিয়ে চলতি সপ্তাহে কাউখালীতে বিদ্যুতস্পৃষ্টে তিন বৃদ্ধের মৃত্যু ঘটে

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল হতে লাশ উদ্ধার করে নিহতর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here