ইরাকে মার্কিন ঘাঁটিতে তিন দফায় রকেট হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, July 28, 2020

ইরাকে মার্কিন ঘাঁটিতে তিন দফায় রকেট হামলা


সময় সংবাদ ডেস্ক//
ইরাকের রাজধানী বাগদাদের কাছে সামরিক ঘাঁটিতে অন্তত তিন দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে। হামলায় তৎক্ষণাৎ হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘাঁটিতে মার্কিন সেনাদের অবস্থান।

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার তাজি ঘাঁটিতে তিনটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ক্যাপ্টেন আহমেদ খালাপ সংবাদ সংস্থা আনাদলু এজেন্সিকে বলেন, হামলায় একজন আহত হয়েছে।

সূত্রের বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার পর ইরাকি বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, ইরাকের সালাউদ্দিন প্রদেশের তিকরিত এয়ার একাডেমিতে সোমকাল দুই দফা বিস্ফোরণ ঘটেছে। ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর ঘাঁটিতে আগুন ধরে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিকরিত এয়ার একাডেমি বহুদিন আগে মার্কিন সামরিক বাহিনী দখল করেছে এবং এর বর্তমান নাম ক্যাম্প স্পাইসার।


No comments: