ভয়ানক কাণ্ড: নেশার ঘোরে ধারালো ছুরি গিলে ফেলল যুবক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২৭, ২০২০

ভয়ানক কাণ্ড: নেশার ঘোরে ধারালো ছুরি গিলে ফেলল যুবক


সময় সংবাদ ডেস্ক//
অতিরিক্ত নেশাগ্রস্ত হলে মানুষ অনেক সময় বহু অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে বসে। তবে নেশাগ্রস্ত অবস্থায় ছুরি গিলে খাওয়ার ঘটনা বিরল। এবার তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এক যুবক মাতাল অবস্থায় গিলে ফেলেছেন এক বিশাল ছুরি। যা প্রায় ২০ সেন্টিমিটার লম্বা। প্রথমে না বুঝলেও নেশা কেটে যাবার পর শুরু হয় অসহ্য যন্ত্রণা।

জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন গাঁজার নেশা করে মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। চিকিৎসকদের ধারণা, নেশার ঘোরে ২০ সেন্টিমিটার লম্বা ওই ছুরি গিলে ফেলেন ওই যুবক। পরে পেটের এক্সরে-তে ধরা পড়ে ছুরি। চিকিৎসকেরা জানিয়েছেন, উদ্ধার হওয়া ওই ছুরিটির ধারালো অংশ ১০ সেন্টিমিটার দীর্ঘ। বাকি অংশটি হাতল। পরে পেট কেটে দিল্লির এমসের চিকিৎসকেরা বের করেন সেই ছুরি। আর এটিকে বিরল ঘটনা বলছেন এমসের চিকিৎসকরা।

গত ১২ জুলাই দিল্লির সফদরজঙ্গ হাসপাতাল থেকে বাদলকে এমসে পাঠানো হয়। এমসের তথ্য অনুযায়ী, ওই সময়ে তার শারীরিক অবস্থা বেশ খারাপ হতে শুরু করে। তার ফুসফুসে পানি জমে যায়। লিভারে পুঁজ জমতে থাকে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে আসে। পরবর্তীতে এক সপ্তাহ কাউন্সিলিংয়ের পর ১৯ জুলাই ওই ব্যক্তির অপারেশন করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রায় তিন ঘণ্টা ধরে আপারেশন চলে।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পেটের নিচের দিকে খাওয়ার নল লাগিয়ে ওই যুবককে তরল খাবার দেয়া হচ্ছে। আপাতত তিনি সুস্থ আছেন।


Post Top Ad

Responsive Ads Here