পুলিশ বক্সে হামলা; নব্য জেএমবি’র আরেক সদস্য গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০

পুলিশ বক্সে হামলা; নব্য জেএমবি’র আরেক সদস্য গ্রেফতার


সময় সংবাদ ডেস্ক///
চট্টগ্রামের ট্রাফিক পুলিশ বক্সে হামলায় জড়িত থাকার অভিযোগে নব্য জেএমবি’র আরেক সদস্যকে গ্রেফতার করেছে সিএমপি’র কাউন্টার টেরোজিম ইউনিট। গ্রেফতার হওয়া ওই জঙ্গির নাম মোহাম্মদ শাহেদ। 

সোমবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সাহেদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার তদন্তকারী সংস্থার সিএমপি’র কাউন্টার টেরোজিম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহেদকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ জানায়, নব্য জেএমবি’র এক সামরিক কমান্ডারের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিষিদ্ধ ঘোষিত এ জঙ্গি সংগঠনে যোগদান করে সাহেদ। পুলিশ বক্স হামলা মিশনে অন্যান্যদের সাথে শাহেদও ছিল। শাহেদই বক্সের মধ্যে বোমা রেখে আসে।

জানা যায়, ট্রাফিক পুলিশ বক্সে হামলার তিন মাস পর গত মে মাসে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করে সিএমপি’র কাউন্টার টেরোজিম ইউনিট। গ্রেফতার হওয়া তিন জঙ্গি সাইফুল্লাহ, এমরান এবং আবু সালেহকে জিজ্ঞাসাবাদে এ হামলার পরিকল্পনা, উদ্দেশ্যসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। তাদের দেয়া ১৬৪ ধারা জবানবন্দি উঠে আসে সেলিম উদ্দিন, আসিফ, রাজ্জাক জহির, নোমান, মোরশেদ, সাদেক, মহিউদ্দিন, হাবিব, মাঈনুল, কায়সার, সাহেদসহ কমপক্ষে ১৫ জঙ্গীর নাম বের হয়। তাদের মধ্যে আসিফ, সেলিম উদ্দিন পুলিশ বক্সে হামলার মূল পরিকল্পনাকারী এবং রাজ্জাক রিক্রুট করা জঙ্গিদের মগজ ধোলাই করে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে প্রশাসন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি নগরীর ২ নম্বর গেটে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করলেও তা অস্বীকার করেছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ নব্য জেএমবির দিকে সন্দেহের তীর ছোড়ে তদন্ত শুরু করে।


Post Top Ad

Responsive Ads Here