চীনের সাংহাইয়ের কাছে চক্কর কাটছে মার্কিন যুদ্ধবিমান, চিন্তিত বেইজিং! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০

চীনের সাংহাইয়ের কাছে চক্কর কাটছে মার্কিন যুদ্ধবিমান, চিন্তিত বেইজিং!

‘সময় সংবাদ ডেস্ক//
করোনার তাণ্ডবের মধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ চীন সাগর এলাকায়। দূতাবাস বন্ধ করা নিয়ে উত্তেজনার মধ্যেই এবার চীনের আকাশসীমার কাছে ঘুরতে দেখা গেল মার্কিন যুদ্ধবিমানকে।

বিষয়টিকে কেন্দ্র করে বেইজিংয়ের অন্দরমহলে উত্তেজনা তৈরি হলেও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি শি জিনপিং প্রশাসন। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত গুয়াংজং এলাকার লেউঝউ উপদ্বীপে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এর মধ্যেই রবিবার রাতে সাংহাইয়ের কাছে অবস্থিত ওই এলাকার ১০০ কিলোমিটারের মধ্যে চক্কর কেটে যায় দুটি মার্কিন যুদ্ধবিমান। 
এর মধ্যে একটি আবার সাংহাই থেকে ৭৬ কিলোমিটার দূরে ছিল বলেও জানা গেছে। এই ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও বেইজিংয়ের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

আরও জানা গেছে, ওই দুটি মার্কিন যুদ্ধবিমানের মধ্যে একটি পি ৮ এ (পসেইডন) অ্যান্টি সাবমেরিন বিমান। অন্যটি ইপি-৩ ই যুদ্ধবিমান। দুটিতে মিসাইল ধ্বংসকারী আধুনিক অস্ত্রও ছিল। এই নিয়ে মোট ১২ দিন চীনের সামরিক মহড়া চলার জায়গার কাছ দিয়ে চক্কর কাটতে দেখা গেল মার্কিন যুদ্ধবিমানকে। 

চীন কী করছে তা দেখার জন্য আমেরিকা এভাবে নজরদারি চালাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক যুদ্ধ বিশেষজ্ঞরা। 

Post Top Ad

Responsive Ads Here