টাকা না পেয়ে মাকে বঁটি দিয়ে কুপিয়ে মারল ছেলে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২৮, ২০২০

টাকা না পেয়ে মাকে বঁটি দিয়ে কুপিয়ে মারল ছেলে

সময় সংবাদ ডেস্ক//
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের মাকে খুন করেছেন মাদকাসক্ত ছেলে। এলাকাবাসীর সহযোগিতায় মাদকাসক্ত ছেলে মহর আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে মা ময়সুন্দুরীকে (৭৫) বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে মহর।


এলাকাবাসী জানান, মহর আলী দীর্ঘদিন ধরে নেশা করেন। তার বাবা আবদুল মজিদ কয়েক বছর আগে মারা গেছেন। তাদের অভাবের সংসার। সকালে মহর আলী মায়ের কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি মাকে বঁটি দিয়ে মাথার পেছনে ও কানে কোপ দেন। এতে ঘটনাস্থলেই ময়সুন্দুরী মারা যান।

এদিকে শাশুড়িকে রক্ষায় এগিয়ে আসেন মহরের ছোট ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার ও প্রতিবেশী চাচা হাকিম মুন্সীর স্ত্রী মোমেনা বেগম। মহর আলী তাদের দুজনকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে মহরকে আটক করেন। চিকিৎসার জন্য মোমেনা বেগমকে গুরুতর অবস্থায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ও তাসলিমাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ওই যুবক মস্তিষ্ক বিকৃত বলে তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

এস এম এরশাদ/এফএ/পিআর

Post Top Ad

Responsive Ads Here