করোনা সন্দেহে কাছে গেল না কেউ, ধুঁকে ধুঁকে নারীর মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Saturday, July 04, 2020

করোনা সন্দেহে কাছে গেল না কেউ, ধুঁকে ধুঁকে নারীর মৃত্যু

 সময় সংবাদ ডেস্ক//
মহামারি করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে সারা বিশ্বে। ব্যতিক্রম নয় ভারতও। দেশটিতে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ফলে আতঙ্কে আবারও অমানবিক ঘটনা ঘটল ভারতের কলকাতা শহরে। বিমানবন্দর বাস স্ট্যান্ড এলাকায় এক নারীকে জ্বরে কাঁপতে দেখে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কেউ এগিয়ে গেল না।

কিছুক্ষণ ওইভাবে পড়ে থেকে মারা যান ওই নারী। চার ঘণ্টা পর নারীকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রত্য়ক্ষদর্শীরা বলছেন, সময় মতো তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলে মর্মান্তিক পরিণতি ঘটতো না।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। কলকাতা বিমানবন্দর বাসস্ট্যান্ডের পেছনে এক অসুস্থ নারীকে দেখতে পান আশেপাশের লোকজন।

ওই নারী কাঁপছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  ৪৫ বছর বয়সী নারী জ্বরে আক্রান্ত বলে প্রাথমিকভাবে মনে হয় তাদের। এরপরই সকলে করোনা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

নারী কি করোনায় আক্রান্ত? এই প্রশ্ন মনে হওয়ায় কেউ আর তার কাছে যায়নি। খবর দেওয়া হয় ট্রাফিক পুলিশে। তারাও ব্যাপারটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

তবে উদ্ধারে এগিয়ে আসেননি কেউ। ট্রাফিকের পক্ষ থেকে বিকেল ৪টার কিছু আগে বিমানবন্দর থানায় খবর দেওয়া হয়। ৪টা নাগাদ ওই নারী জ্বরে কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে পড়েন।

এরপর বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে করোনা আতঙ্কে তাকে তুলে হাসপাতালে ভর্তি করতে কেউ তেমন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা নাগাদ তাকে উদ্ধার করা হয়। ততক্ষণে তার প্রাণ চলে গেছে।

No comments: