মেহের আমজাদ,মেহেরপুর //
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহব্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হাসানুজ্জমান হিলন,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মেজবাহউদ্দিন, জেলা যুবলীগের সদস্য আমানুর রহমান সোহেল, ইয়ানুস আলী,মাহাবুব হাসান ডালিম, সাইফুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে যুবলীগের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।

