সময় সংবাদ ডেস্ক//
বাগেরহাটের শরণখোলায় ছাগলে বীজতলা নষ্ট করা নিয়ে দ্বন্দ্বের জেরে কৃষক জাকির হোসেন জমাদ্দারকে হত্যায় সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- ওই উপজেলার ধানসাগর গ্রামের মন্টু জমাদ্দারের স্ত্রী শিল্পী বেগম ও সেন্টু জমাদ্দারের স্ত্রী মাসুমা বেগম। বাকি আসামিরা হলেন- মন্টু জমাদ্দার, সেন্টু জমাদ্দার, সেলিম জমাদ্দার, মন্টুর দুই শ্যালক মোড়েলগঞ্জ উপজেলার নিশান বাড়িয়ার মিলন খান ও সোহেল খান।
এর আগে মঙ্গলবার রাতে ওই সাতজনের বিরুদ্ধে মামলা করেন নিহত জাকির হোসেন জমাদ্দারের স্ত্রী শিউলী বেগম।
শরণখোলা থানার ওসি এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, নিহতের স্ত্রীর করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
মঙ্গলবার দুপুরে জাকির হোসেন জমাদ্দারের একটি ছাগল তার ছোট ভাই হুমায়ুন জমাদ্দারের বীজ তলা নষ্ট করে। ওই সময় ছাগলটির গায়ে কাঁদা মেখে দেয় মন্টু জমাদ্দারের ছেলে। বিষয়টি নিয়ে মন্টু জমাদ্দারের কাছে অভিযোগ করেন হুমায়ুন। ওই সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকির এগিয়ে গেলে মন্টু আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওইদিন সন্ধ্যায় মীমাংসার কথা বলে জাকিরকে ডেকে সেলিম জমাদ্দারের দোকানে নিয়ে যান মন্টু। সেখানে পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে জাকিরকে মারধর করে সড়কের পাশে ফেলে রাখেন মন্টু, সেন্টু, সেলিম, মিলন, সোহেলসহ ৭-৮ জন। খবর পেয়ে পরিবারের সদস্যরা জাকিরকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই রাতেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।