সময় সংবাদ ডেস্ক//
বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা দক্ষিণপাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নাহিদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ ফুলতলা পূর্বপাড়া গ্রামের জাহিদুল ইসলামের পুত্র।
শাজাহানপুর থানা পুলিশ জানান, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

