সময় সংবাদ ডেস্ক//
অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় রাজধানী যাত্রাবাড়ীর দনিয়ায় ৬টি ফার্মেসিকে ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। অভিযানে সহযোগিতা করেন র্যাব-৪।
ম্যাজিস্ট্রেট বলেন, যাত্রাবাড়ী দক্ষিণ দনিয়া এলাকায় ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়া ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাফসান ড্রাগ হাউজ-১ এর ম্যানেজার মো. রবিউল ইসলামকে এক লাখ ২৫ হাজার টাকা, মদিনা ড্রাগ হাউজের মালিক হাজী আব্বাস উদ্দিনকে ৭৫ হাজার টাকা, নূর মেডিকেল হলের মালিক মো. ইসমাইলকে ২৫ হাজার টাকা, সৈয়দ ফার্মেসির মালিক মো. এনামুলকে ২ লাখ ৫০ হাজার টাকা, লাকী ফার্মেসির মালিক জ্যোতীশ চন্দ্র অধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এসব ফার্মেসি থেকে বিভিন্ন প্রকার বিক্রি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এসব ওষুধের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।