একদিনে শনাক্ত দুই লাখ ৮০ হাজার, মৃত্যু ৬৪৫৭ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৭, ২০২০

একদিনে শনাক্ত দুই লাখ ৮০ হাজার, মৃত্যু ৬৪৫৭


সময় সংবাদ ডেস্ক//
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৮০ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ছয় হাজার ৪৫৭ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭ লাখ ১৭ হাজার ৬৫৭ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৯৯৫ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৩ লাখ ৫৭ হাজার মানুষ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ২২৬ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি ৯৮ হাজার ছাড়িয়েছে। নতুন ৫৪ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ২৯ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এক হাজার ২০৩ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৬২ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট প্রায় ৫০ লাখ ৩২ হাজারের বেশি সংক্রমিত।

ভারতে গত একদিনে মৃত্যু ৮৯৯ ও শনাক্ত ৬২ হাজার ১৭০ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা প্রায় সাড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ২৫ হাজার ৪০৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here