আগস্টে খুলছে না রাঙামাটির পর্যটন কেন্দ্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৭, ২০২০

আগস্টে খুলছে না রাঙামাটির পর্যটন কেন্দ্র


সময় সংবাদ ডেস্ক//
রাঙামাটি ডিসি কার্যালয়ে এক সভায় ব্যাপক আলোচনা হলেও পর্যটন কেন্দ্রগুলো খোলার ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে পারেনি জেলা প্রশাসন।

রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো কবে খুলে দেয়া হবে, এ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সভা চলাকালে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। তবে পর্যটন কেন্দ্রগুলো খোলার ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে পারেনি জেলা প্রশাসন।

এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান সিনিয়র সচিব পবন চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান উপস্থিত ছিলেন।

জেলায় করোনা পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হচ্ছে, তাই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার ব্যাপারে মতামত প্রত্যাশা করেন ডিসি।

এসপি আলমগীর কবির বলেন, স্বাস্থ্যবিধি মেনে হলেও পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া দরকার। এখানে মানুষের আয় রোজগারের বিষয় রয়েছে।

রাঙমাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, করোনা পরিস্থিতি এখনো ভালো নয়। তাই আগস্ট মাসের মধ্যে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হলে ভালো হবে না। আপাতত আগস্ট মাস বন্ধ থাকুক। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে বিবেচনা করা যাবে।


Post Top Ad

Responsive Ads Here