ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২০

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ


 

ফরিদপুর প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করা হয়েছে।

আর এ উপলক্ষে বুধবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাথে এক ভিডিও কনফারেন্সে ফরিদপুর অংশে যুক্ত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরিদপুরের তিন বিজয়ীকে সনদ ও নগদ অর্থ তুলে দেন।

ফরিদপুর থেকে বিজয়ীরা হলেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সাহেব সরদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরদার আশরাফুল ইসলাম দিপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: মেহেদী হাসান। প্রত্যেককে জেলা প্রশাসক মাননীয় প্রধানন্ত্রীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও ১ টি করে সনদ প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো: আলিমুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক মো: মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান, সহকারী কমিশনার তানিয়া আক্তারসহ সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here