লাশের ব্যাগ খুলতেই মেয়েকে জীবিত পেল পরিবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২০

লাশের ব্যাগ খুলতেই মেয়েকে জীবিত পেল পরিবার


সময় সংবাদ ডেস্ক//
২০ বছরের মেয়ে টাইমশা বিউচ্যাম্পকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মেয়েকে হারিয়ে শোকে বিহ্বল পরিবার। এক পর্যায়ে বিউচ্যাম্পের লাশ ব্যাগে ভরে আনা হয় বাড়িতে। কিন্তু দাফনের আগে ঘটে যায় আশ্চর্য ঘটনা। লাশের ব্যাগ খুলতেই নড়ে উঠে বিউচ্যাম্পের মরদেহ। তখন বিউচ্যাম্প তাকিয়ে থাকার পাশাপাশি জোরে জোরে শ্বাস নেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে মিশিগানের ডেট্রইট শহরে এ আশ্চর্য ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে দ্রুত জরুরি নাম্বারে ফোন দেয় পরিবার। মাত্র ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও চিকিৎসকেরা। পরে বিউচ্যাম্পকে আবারো হাসপাতালে নেয়া হয়।

ওই মেয়ের পারিবারিক আইনজীবী জিওফ্রে ফিগার জুম নিউজ ভিডিও কনফারেন্সে বলেন, বিউচ্যাম্প জন্ম থেকেই  সেরিব্রাল প্যালসি নামক রোগে আক্রান্ত। তার অবস্থা খারাপ হলে গত বুধবার ডেট্রইটের সিনাই গ্রেস হাসপাতালে ভর্তি করেন। যখন বিউচ্যাম্পকে মৃত ঘোষণা করা হয় তখন তার দাদি সাভানা কান্নাকাটি করেন। মৃত ঘোষণার পর লাশ ব্যাগে রাখা হয়। এরপর প্রায় দুই ঘণ্টা লাশের ব্যাগ হাসপাতালেই ছিল।

বাড়িতে লাশের ব্যাগ আনার পর সৎকারের প্রস্তুতি নেয়া হচ্ছিল। তখন বিউচ্যাম্প চোখে খুলে ফেলেন। একইসঙ্গে জোরে জোরে শ্বাস নিতে থাকেন। আর এসব ঘটনা দেখে ফেলেন পরিবারের সদস্যরা। ঘটনাটি দেখার পর জরুরি নম্বর ৯১১-এ কল দেয় পরিবার। এতে খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে।

এদিকে গাফিলতির ব্যাপারে চিকিৎসকেরা সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে ওই মেয়ের শ্বাস-প্রশ্বাস বন্ধ দেখে মৃত ঘোষণা করা হয়েছিল। এখন লাইফসাপোর্ট ও অক্সিজেন মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছেন টাইমশা।


Post Top Ad

Responsive Ads Here