ফরিদপুরে বঙ্গবন্ধুকে স্মরণ মুক্তিযোদ্ধাদের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৯, ২০২০

ফরিদপুরে বঙ্গবন্ধুকে স্মরণ মুক্তিযোদ্ধাদের

 

ফরিদপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করলেন ফরিদপুর জেলার মুক্তিযোদ্ধারা। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার দুপুরে শহরের গোয়ালচামটে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তার জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধাবৃন্দ এর ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক ভোলা মাস্টার। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ক্যাপ্টেন নূর মোহম্মদ বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক বীর মুক্তিযোদ্ধ আব্দুর রহমান ব্যাপারী, খন্দকার মুরাদ, অধ্যক্ষ শামজুদ্দিন আহমেদ, বোয়ালমারী উপজেলা কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ, সেক্টর ফোরামের সভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর খন্দকার মঞ্জুর আলী, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ইমরান হোসেন প্রমুখ। 

সভায় বক্তরা বলেন, যারা বঙ্গবন্ধুর আর্দশ থেকে বিচ্যুতি হয়ে অবৈধ পথে আর্থের মালিক হয়েছেন তাদের প্রতিরোধ করতে হবে। আগামীতে জাতির জনকের আর্দকে ধারন করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Post Top Ad

Responsive Ads Here