নগরকান্দায় প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরন জামাল মিয়ার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২৯, ২০২০

নগরকান্দায় প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরন জামাল মিয়ার

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষের হামলায় বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হওয়া দরিদ্র ৪১টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরন করেছেন নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। 


শনিবার বিকালে উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি পিপরুল গ্রামে আলী মাতুব্বরের বাড়ীতে আনুষ্ঠানিক ভাবে টিন গুলো ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেয়া হয়। জামাল হোসেন মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে ৪১টি পরিবারের মাঝে এ টিন বিতরন করা হয়েছে। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, তার বড় ভাই ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, নগরকান্দা পৌর কাউন্সিল ইউনুচ শেখ, তালমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়াবুর রহমান, তালমা ইউপি সদস্য আঃ কুদ্দুস মোল্যা সহ শত শত নেতাকর্মি।


এসময় ক্ষতিগ্রস্থ পরিবার গুলো তাদের মাঝে জামাল মিয়াকে পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি, অনেকে তাকে জরিয়ে ধরে কেদেঁ ফেলেন।


উল্লেখ্য গত ৮ আগষ্ট এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার মা তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগমের সমর্থক ও সাবেক চেয়ারম্যান ফিরোজ খাঁনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের লোকজন এ হামলায় ৪১টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।

Post Top Ad

Responsive Ads Here