সিএন্ডবি ঘাটে ব্যবসায়ী নেতা সিদ্দিকের পাথর ভাঙ্গানো মেশিন এর কাজে ব্যবহৃত কারেন্টের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২০

সিএন্ডবি ঘাটে ব্যবসায়ী নেতা সিদ্দিকের পাথর ভাঙ্গানো মেশিন এর কাজে ব্যবহৃত কারেন্টের


ফরিদপুর প্রতিনিধি :
ফুরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকায় শহরের আলোচিত ব্যবসায়ী নেতা সিদ্দিকের মালিকানায় থাকা পাথর ভাঙ্গানো মেশিন এর কাজে ব্যবহৃত কারেন্টের মিটার জব্দ করেছে ফরিদপুর বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার মিটারটি জব্দ করা হয় বলে জানাগেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, গত ২০১৭ সাল থেকে বহুল আলোচিত ব্যবসায়ী নেতা সিদ্দিক পাথর ভাঙ্গানো মেশিনের কাজে এই মিটারটি ব্যবহার করতো। মিটারের বিল বাবদ তিনি প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা করে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছিলেন। বিদ্যুতের এই অল্প টাকা পরিশোধের বিষয়ে অনেকের সন্দেহ হলে তারা বিদ্যুৎ বিভাগে অভিযোগ করে আসছিলেন। স্থানীয়রা আরো জানান, সিদ্দিক এখানে যে পরিমাণে পাথর ভাঙ্গায় প্রতি মাসে তাতে কারেন্টের বিল প্রতি মাসে হওয়া উচিত থেকে দেড় থেকে দুই লাখ টাকা। 

সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করে অনেকে বলেন তিনি মিটারটি নষ্ট করে এমন ব্যবস্থা করেছিলেন যাতে মাসে গড় প্রতি ৩০ হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল না উঠে। দেড় থেকে দুই লাখ টাকা পরিশোধ না করে অল্প টাকা বিদ্যুৎ অফিসে দিয়ে আসছিলেন ম্যানেজ করে এতো দিন। বিষয়টি নজরে আসলে বিদ্যুৎ বিভাগ বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় তারা বিদ্যুৎ মিটারটি জব্দ করে  তাদের অফিসে নিয়ে আসে। 

ফরিদপুর বিদ্যুৎ বিভাগের ডিভিশন এক এর নির্বাহী প্রকৌশলী জি এম মাহমুদ প্রধান জানান, আমরা ঘটনার সত্যতা পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে বিদ্যুৎ মিটার টি জব্দ করি। এখন আরো অধিকতর তদন্তের জন্য আমরা বিদ্যুৎ মিটারটি পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করবো। এতে এর সত্যতা মিললে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো তাদের বিরুদ্ধে বলে জানান তিনি। এসময় তিনি তাদের বিরুদ্ধে আসা সোশ্যাল মিডিয়ায় সমঝোতার কথাটি অস্বীকার করে বলেন এমন কোনো সমঝোতার ঘটনা সত্য নয়।  
X

Post Top Ad

Responsive Ads Here