মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিল কোটি টাকার ইয়াবা, চট্টগ্রামে ধরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২০

মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিল কোটি টাকার ইয়াবা, চট্টগ্রামে ধরা


সময় সংবাদ ডেস্ক//
চট্টগ্রামে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদক পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, টাঙ্গাইলের সদর উপজেলার চৌধুরী মালঞ্চ ছিটকি বাড়ি এলাকার মো. আবদুল্লাহর ছেলে মো. মিজানুর রহমান এবং বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার গুলিশাখালী এলাকার সেকান্দার মুন্সির ছেলে মো. খোকন হাওলাদার।

এএসপি মামুন জানান, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের খবরে শাহ আমানত সংযোগ সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১৭ হাজার ৮৩৫টি ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৯০ লাখ টাকা। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

এএসপি মামুন আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সেগুলো ঢাকায় পাচার করছিলেন বলে জানিয়েছেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here