মেহেরপুর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ভাবনার এক বেলা আহার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২০

মেহেরপুর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ভাবনার এক বেলা আহার



মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ভাবনা’র উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে একবেলা খাবারের আয়োজন করা হয়। কোরবানীর ঈদকে ঘিরে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠনটি। ঈদের দিন বিত্তবানদের সহযোগিতায় কোরবানীর মাংস সংগ্রহ করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। গতকাল সোমবার দুপুরে সেই মাংস দিয়ে ১৫০ জন শিশুর মাঝে খাবারের ব্যবস্থা করে ভাবনা নামের মেহেরপুরের এই সংগঠনটি । ইতিমধ্যে সংঠনটির বেশকিছু উদ্যোগে সফল হয়েছে বলে জানা গেছে।। সংগঠনের সদস্যরা আগামিতে আরো উদ্যোগ গ্রহণ করবে বলে জানান। একই দিনে মেহেরপুর ভাবনা সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি তানভির আল মামুন ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ ৩০ সদস্য’র কমিটি ঘোষণা করা হয়।


Post Top Ad

Responsive Ads Here