শরণখোলায় কৃষককে পিটিয়ে হত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২০

শরণখোলায় কৃষককে পিটিয়ে হত্যা

সময় সংবাদ ডেস্ক//
বাগেরহাটের শরণখোলায় ছাগলে বীজতলা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. জাকির হোসেন জোমাদ্দার নামে একজন কৃষক নিহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সন্ধ্যা সাতটায় তিনি মারা যান। নিহত জাকির একই গ্রামের সোমেদ জোমাদ্দারের ছেলে। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিহতের ভাই হুমায়ুন কবির ও স্ত্রী শিউলি বেগম জানান, তাদের একটি ছাগল পার্শ্ববর্তী কৃষক হুমায়ুনের বীজ তলায় গেলে প্রতিবেশী মন্টু জোমাদ্দারের ছেলে ছাগলটির গায়ে কাঁদা মেখে দেয়। বিষয়টি কৃষক হুমায়ুনের নজরে পড়লে তিনি বিষয়টি জানার জন্য মন্টু জোমাদ্দারের কাছে যায়। এনিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। ওই সময় জাকির প্রতিবাদ করলে মন্টু আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে মন্টুর নেতৃত্বে তার ভাই সেন্টু জোমাদ্দার, সেলিম জোমাদ্দার এবং পার্শ্ববর্তী উপজেলার নিশান বাড়িয়া এলাকার বাসিন্দা আ. ছত্তার খানের ছেলে মিলন খান ও সোহেল খানসহ ৫/৬ জন জাকিরকে বেধাড়ক পিটিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে জাকিরের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিছুক্ষণ পর  চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

শরণখোলা থানার ওসি এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।   

Post Top Ad

Responsive Ads Here